নিজস্ব প্রতিবেদকঃ
আধুনিক চিকিৎসা সুবিধা নিয়ে যাত্রা শুরু করল বাজালিয়া সেবা হাসপাতাল। বান্দরবান ও কেরানীহাটের কেন্দ্রস্হল বাজালিয়া বাস ষ্টেশনের ন্যাশনাল চৌধূরী টাওয়ারস্হ ২য় তলায় এবং সাতকানিয়া উপজেলায়, স্বাস্হ্যসেবায় নতুন দিগন্ত উম্মোচন করতে বাজালিয়া সেবা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ বৃহস্পতিবার সকাল ১০টায়। এক বর্ণাঢ্য আয়োজনে এ প্রতিষ্ঠানের শুভ সুচনা করা হয়। বিশিষ্ট কলামিষ্ট,লেখক ও সাংবাদিক সৈয়দ আবু মকসুদের সভাপতিত্বে এবং সঞ্চালনায় ছিলেন, সেবা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ফাইনান্সার আবদুর রহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,চট্টগ্রাম বি আই টি আই ডি’র সাবেক উপ পরিচালক ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মোঃ বখতিয়ার আলম। বাজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাসুকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন,গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ আপীল উদ্দিন,শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি খোরশেদ আলী, বাজালিয়া ইউনিয়ন এলডিপি’র সভাপতি আনিসুর রহমান সিকদার ও পুরানগড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুজিবুর রহমান সিকদার।
এতে স্বাগত বক্তব্য রাখেন,সেবা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোক্তা ও পরিচালক নুরুল আলম ও তাঁর সহধর্মিনী সৈয়দা নাসরিন আক্তার জাহান পপি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,শেখ মোঃ আরাফাত উদ্দিন,রোজিনা আক্তার,নুরুল আমিন,খোরশেদ আলম,আবু তৈয়ব সওদাগর,মোঃ জিয়াউল ইসলাম চৌধূরী,সানজিদা আক্তার রুহি, মোঃ নুরুল ইসলাম,ডা,মোঃ আবু ইউসুফ,ডা,সুভাষ কান্তি দাশ,এনামুল রায়হান প্রমুখ।
অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশেষ দোয়ার মাধ্যমে বিভিন্ন বিভাগে দোয়া এবং ফিতা কেটে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্হানীয় জনগনের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহন লক্ষ্য করা গেছে।
সেবা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে রয়েছে আধুনিক প্রযুক্তি-সজ্জিত অপারেশন থিয়েটার,আই সি ইউ,ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম,ই সি জি এবং পুর্ণাঙ্গ প্যাথলিজিক্যাল ল্যাব। দক্ষ চিকিৎসক, অভিজ্ঞ নার্স ও প্রশিক্ষিত স্বাস্হ্যকর্মীদের সমন্বয়ে ২৪ ঘন্টা জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হবে। হাসপাতালের সম্মানিত পরিচালক জনাব,নুরুল আলম বলেন, আমাদের মুল লক্ষ্য হলো-সাধারন মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌছে দেওয়া। আমরা চাই অর্থাভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়।
স্হানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এই এলাকায়,অনেক দিন ধরেই তারা একটি পুর্নাঙ্গ হাসপাতালের প্রয়োজন অনুভব করছিলেন। সেবা হাসপাতাল তাঁদের সেই প্রত্যাশা পুরন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.