কিডনি রোগী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা ১২ মে ২০২৫ইং সোমবার সন্ধ্যা ৭টায় মোমিন রোডস্থ দৈনিক আজাদী ভবনের কনফারেন্স হলে কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি জনাব ওয়াহিদ মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জনাব ওয়াহিদ মালেক বলেন, কিডনি রোগ যে মহামারীর মত রূপ নিচ্ছে এত হতদরিদ্র কিডনি রোগীদের জন্য প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বিশেষ কিছু করা প্রয়োজন। বর্তমানে ডায়ালাইসিস মেডিসিন ও কিট এর দাম বৃদ্ধি পাচ্ছে। এতে করে আর্তপীড়িত রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে অনেকে অকালে মৃত্যু বরণ করছেন। এহেন পরিস্থিতিতে বন্দর নগরী চট্টগ্রামে পরিস্থিতি মোকাবেলায় অচিরেই ১০০ শয্যা বিশিষ্ট কেপিডব্লিও এম. এ মালেক ডায়ালাসিস সেন্টার ও পর্যায়ক্রমে একটি পুর্নাঙ্গ বিশেষায়িত কিডনী হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।। এতে আরো বক্তব্য রাখেন কিডনি রোগী কল্যাণ সংস্থার আজীবন সদস্য ও কিডনী ট্রান্সফারেন্ট সোসাইটির সাব কমিটির যুগ্ন আহবায়ক, সংস্থার সিনিয়র সহ-সহসভাপতি ও মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবীব আহাসান। সংস্থার অর্থ-সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, আজীবন সদস্য যথাক্রমে সৈয়দ আবু মুসা, মোহাম্মদ আরিফ, মুহাম্মদ ওবায়দুল হক (মনি), আহসান হাবীব বাবু, মোঃ আলমগীর, দীপংকর বোস, এড. মুহাম্মদ নুমান আসকারী দীদার, শৈবাল দেব নাথ, সাইয়েদ হামিমুল মিল্লাত ও মো: আবদুল আলী প্রমূখ।
ক্যাপশানঃ কিডনি রোগী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখছেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ও কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি জনাব ওয়াহিদ মালেক।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.