নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ গোরকাটা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক প্রবাসী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা নায়েবে আমির ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ সাইয়েদ আহমদ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় তিনি ৫নং অর্জুনতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এই সময় অধ্যক্ষ সাইয়েদ আহমদ বলেন, “শ্রমিকরা আল্লাহর বন্ধু, আর প্রবাসীরা বাংলাদেশের প্রাণশক্তি। দেশের উন্নয়নে তাদের অবদান অমূল্য।” তিনি আরও বলেন, “ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়তে জনগণকে আগামীর জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”
সাক্ষাৎকালে স্থানীয় ও জাতীয় পর্যায়ের জামায়াত এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ৫নং ইউনিয়ন জামায়াত সভাপতি মুফতি মাওলানা আবদুল মাজেদ, সহ-সভাপতি মো. মজিবুল হক ভাঁট, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৫নং ইউনিয়ন সভাপতি মো. আবু জাহের মামুন, ঢাকাস্থ ৫নং ইউনিয়নের সভাপতি মো. মাহবুবুর রহমান, চট্টগ্রামস্থ সেনবাগ ফোরামের সদস্য সচিব মো. আবদুল আলী এবং যুব বিভাগের সেক্রেটারি মো. আরফানুল হক আরফান প্রমূখ।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.