
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে দলীয় কার্য়লয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলা, পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের প্রস্তুতি সভা পটিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন আরফাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু ও
পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপনের যৌথ পরিচালনায়
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ খোরশেদ আলম। এসময়
উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম ,ইকবাল সিকদার সুমন, পটিয়া পৌরসভা সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মামুনুর রশিদ মামুন সাইফুর রহমান,করিম মেম্বার, সেকান্দর হোসেন নয়ন,শহিদুল আনোয়ার লিটন,জালাল উদ্দিন ছোটন, হাজী টিংকু ইমরানুল হক বাহদুর,রবিউল হাসান সৌরভ, হেলাল উদ্দিন, এরশাদ, জিয়াউর রহমান, সদস্য, নুরুল হোসেন খান,অহিদুল আলম, মিজানুর রহমান,কফিল, মুন্না,শিবলু,সিরাজ,জামাল তাশফি, মোজাম্মেল, আমির, বশর, গিয়াস উদ্দিন, নবী, লোকমান, ফারুক, আহমেদ ছগিরসহ ১৭ টি ইউনিয়ন ও পৌরসভা পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ২৯ নভেম্বর হবে পটিয়া মিছিলের নগরী,
ঐ দিন চট্টগ্রাম (১২ পটিয়া) আসনের বিএনপির মনোনীত প্রাথী আলহাজ্ব এনামুল হক এনামের সমর্থনে ধানের শীষ প্রতীক নিয়ে বাইপাস গোলচত্বর থেকে
বিশাল গনমিছিল অনুষ্ঠিত হবে, এতে ৩০ হাজার মানুষের লোক সমাগম হবে, উক্ত গনমিছিলে বিএনপি, যুবদল, ছাএদলসহ
সককল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল নিয়ে যোগদান করে গনমিছিল সফল করার আহবান জানান।
২৭/১১/২৫
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.