
মোঃ রবিউল ইসলাম মিনাল (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশ এক সফল অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: সেলিম রেজা (৫৪) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত ১২ জানুয়ারি (সোমবার) বিকেলে গোদাগাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের গড়ের মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মোমিনুল হাসানের নেতৃত্বে এএসআই মো: হাসান আলী ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। বিকেল ৩:৫৫ মিনিটে গোপন সংবাদ আসে যে, গড়ের মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সেলিম রেজার বাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। এই তথ্যের ভিত্তিতে থানার ওসির নির্দেশনায় বিকেল ৪:১০ মিনিটে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে মো: সেলিম রেজাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তার সহযোগী মো: রনি (৩২) ও মো: আনিকুল ইসলাম (৪৮) দুটি নীল রঙের পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত সেলিম রেজার দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোঁচা থেকে ৫টি এয়ার টাইট প্যাকেটে ১,০০০ পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২,০০০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
আসামিদের পরিচয় ও অপরাধী প্রোফাইল: ধৃত আসামি সেলিম রেজা গড়ের মাঠ এলাকার মৃত সোলাইমানের ছেলে। পুলিশ জানায়, সিডিএমএস (CDMS) যাচাই করে দেখা গেছে সেলিম রেজার বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে। পলাতক আসামি রনি ও আনিকুলের বিরুদ্ধেও সন্ত্রাস বিরোধী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানিয়েছে, পলাতক বাকি দুই আসামিকে গ্রেপ্তারে এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.