ভারতের উত্তর প্রদেশের রাজ্যের আগ্রার প্রধান গম্বুজে ফুটা দেখা দিয়েছে।আর সেই ফুটা দিয়ে পড়ছে বৃষ্টির পানি। এই ঘটনায় দেশটির ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটির রক্ষাণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। গত তিন দিনের টানা বৃষ্টিতে তাজমহল প্রাঙ্গণে থাকা বাগান প্লাবিত হয়েছে। এই অবস্হার একটি ভিডিও গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি দেখা গেছে,তাজমহলের প্রধান গম্বুজের কাছের একটি বাগান বৃষ্টির পানিতে থইথই করছে। এদিকে তাজমহলের প্রধান গম্বুজ ফুটা হয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনা স্বীকার করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) আগ্রা সার্কেলের উচ্চপদস্হ কর্মকর্তা রাজকুমার প্যাটেল। তিনি বলেন,আমরা লক্ষ করেছি,তাজমহলের প্রধান গম্বুজ ফুটা হয়ে বৃষ্টির পানি পড়ছে। বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। গম্বুজটিতে একটি ছিদ্র হওয়ার জেরেই পানি পড়ছে। তবে কোন ক্ষতি হয়নি প্রধান গম্বুজের। তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে ইউনেসকো।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.