নাগরিক অধিকার বিষয়ক সংগঠন- ‘ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম’
আয়োজিত চট্টগ্রাম বন্দর এলাকার দক্ষিণ মধ্য হালিশহরের উক্ত ওয়ার্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয় ও প্রস্তাবনা শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। তিনি স্থানীয় অধিবাসীদের যৌক্তিক নাগরিক আন্দোলনে বিএইচআরএফ পরিবারের পক্ষ থেকে আন্তরিক সমর্থন জানিয়ে বলেন, বাণিজ্যিক রাজধানী মহানগরী চট্টগ্রাম বন্দর ও ইপিজেড এর পাশে এগুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা সহ কতৃপক্ষের অবহেলা ও বৈষম্যের কারনে নানা সংকট তৈরী হয়ে এলাকাটি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। এলাকার পশ্চিমে বংগবো সাগর,পূর্বে পাহাড়ী কন্যা কর্ণফুলী নদী। এতদ সত্বেও কতৃপক্ষের অবহেলার কারনে নদী নালা খাল গুলো ভরাট,দখল ও বর্জ্য অব্যবস্থাপনায় দূষনের কারনে জলাবদ্ধতা মারাত্মক সংকটে রুপ নিয়েছে। বর্ষা ছাড়াও সারা বছর দূষিত পানি জমে দূর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ফলে পাঁচ লক্ষাধিক নানা পেশার মানুষ ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ মহেশ খালের শাখা কুমারী খাল, পোস্ট অফিস খাল এবং মুন্সি মিয়াজি খাল সহ এলাকার নালা নর্দমা গুলো নিয়মিত ড্রেজিং না করায় এ সংকট সৃষ্টি হয়েছে। এসব খাল ও নালা নর্দমার জবর দখলকৃত অংশ পুনর্দখল পূর্বক মাত্র ৫/৭ ফিট খনন করলে এলাকার মানুষ পূর্বের পরিবেশ ফিরে পাবে। তাছাড়া কর্ণফুলী নদী ড্রেজিং ও পলিথিন নিষিদ্ধের ওপরও তিনি গুরুত্ব দেন এবং বলেন কর্ণফুলী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক Md Hossain এর সভাপতিত্বে আজ জুমাবার বিকেল তিনটায় হালিশহর নিচিন্তাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাংগনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিক বৃন্দ আলোচনায় অংশ গ্রহন করেন। এতে বিপুল সখখ্যক এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.