1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

সাইফুদ্দিন (১৯২৭-২০১০) কিংবদন্তি এই কৌতুক অভিনেতার পুরো নাম সাইফুদ্দিন আহমেদ।

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪০ Time View

জন্ম ভারতের আসাম রাজ্যের ধুবড়িতে।
এদেশের প্রথম কোতুক অভিনেতা।
পিতা মোহাম্মদ দীন মোহাম্মদ ছিলেন হেড নাজির।মা ছিলেন গৃহিনী।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মে।স্কুল কলেজে পড়াকালীন বিভিন্ন নাটকে অভিনয় করেছেন।এক সময় অভিনয় করার জন্যই ঢাকা চলে আসেন।এদেশের প্রথম ছবি আবদুল জব্বার খান পরিচালিত মুখ ও মুখোশ(১৯৫৬) ছবিতে তিনি অভিনয়ের সুযোগ পান।আবদুল জব্বার খান ছিলেন তাঁর ভগ্নিপতি।এরপর একে একে দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক সময় তিনি আড়াইশোর অধিক ছবিতে অভিনয় করেছেন।অভিনীত কিছু ছবির নামঃজোয়ার এলো,নাচঘর,রাজা এলো শহরে,অভিশাপ,নয়ন তারা,এতটুকু আশা,ময়না মতি,আঁকা বাঁকা,জলছবি,ওরা ১১ জন,অবুঝ মন,স্বপ্ন দিয়ে ঘেরা,লাঠয়াল,কাজল রেখা,মতি মহল,বধূ বিদায়,নদের চাঁদ,কথা দিলাম,মাসুম,উজান ভাটি,মেঘ বিজলি বাদল,স্বামীর ঘর,দহন,মাটির কোলে,মেলা,সত্য মিথ্যা,ছুটির ফাঁদে,রাজার মেয়ে বেদেনী,কেয়ামত থেকে কেয়ামত,প্রথম প্রেম,বাঁশীওয়ালা,আবদুল্লাহ,তোমার জন্য ভালোবাসা,স্বপ্নের পৃথিবী, গোলাপী এখন ট্রেনে,সুন্দরী ইত্যাদি।
কাজের স্বীকৃতিস্বরূপ সুন্দরী ছবিতে অভিনয়ের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
১৯৬০ খ্রিষ্টাব্দে বিয়ে করেন।স্ত্রীর নাম সুফিয়া খাতুন।তিন কন্যা ও এক পুত্রের জনক।
চলচ্চিত্রে অভিনয় ছাড়াও বেতার ও টেলিভিশনেও অভিনয় করেছেন।
আজ সাইফুদ্দিনের মৃত্যুবার্ষিকী।
তাঁর আত্মার শান্তি কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss