হৃদয় বড়ুয়া (চট্টগ্রাম প্রতিনিধি)
চট্টগ্রাম-খাগড়াছড়ি ব্যস্ততম মহাসড়কের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক তিন লেনের ব্যস্ততম সড়কটি দখল করে দিনের দুপুরে পাথর-কংক্রিট রাখা হয়। এতে ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করছে। যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলা ৪নং মির্জাপুর ইউনিয়নের বটতল ওয়ার্ড এলাকায় এমন দৃশ্য নজরে আসে।
কে’বা কারা মহাসড়কের মাঝ অব্দি দখল করে কংক্রিট রেখে যায় তার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।
এতে সড়ক জুড়ে যেমন যানজট সৃষ্টি হচ্ছে তেমনি মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা করছে চালক ও যাত্রীরা।
দুই বছর আগে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক সড়কটি তিন লেনে সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পর দুর্ঘটনা ক্রমশই বেড়েই চলেছে। তামধ্যে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া ইজতেমা মাঠের সামনে, চারিয়া বোর্ড স্কুল, মুছার দোকান, সরকারহাট কালীবাড়ি, বালুরটাল, মুনিয়া পুকুর পাড়, নূর আলী মিয়ার হাট, মুন্সীর মসজিদ, হাটহাজারী হাসপাতাল গেট, ধোপার দিঘির পাড়, নন্দির হাট উল্লেখযোগ্য।
এই সড়কে অহরহ দূর্ঘটনা ঘটে। গত বছর এক পরিবারে পাঁচ সদস্যসহ সাতজন নিহত ও তিনজন আহত হয় যেটি সকলের হৃদয়ে রক্তক্ষরণ করে। তাছাড়াও প্রতিনিয়ত ছোট-বড় অহরহ দূর্ঘটনা ঘটেই চলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান, এমন ব্যস্থতম মহাসড়ক দখল করে কে’বা কারা অনৈতিক কাজ করছে এমন একটা তথ্য আমরা পেয়েছি, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সড়কটি ক্লিয়ার করা হবে।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.