1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

#সুচিত্রা_সেন_সম্পর্কে_বিশিষ্ট_ব্যক্তিদের_মন্তব্য।❤️

Coder Boss
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৩২ Time View

 

#অজয়_কর:: বিশিষ্ট পরিচালক অজয় কর সুচিত্রা সেন সম্পর্কে বলেন,” “সাঝঘর” ছবি করতে গিয়ে এই প্রথম টের পেলাম অভিনেত্রী হিসেবে সুচিত্রা সেন সামান্য নন। ইমোশন হোল্ড করার ক্ষমতা, যা কানন দেবী ছাড়া ইতিপূর্বে অন্য কোনো নায়িকার মধ্যে দেখিনি। যা কিনা সুচিত্রার মধ্যে দেখলাম। শুধু একটু নাড়া দেওয়ার অপেক্ষা, আবেগ হুড়হুড় করে বেরিয়ে আসে।”

#আশুতোষ_মুখোপাধ্যায় :: বিশিষ্ট সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় বলেনঃ”দীপ জ্বেলে যাই” ছবির পরিচালক অসিত সেন চিত্রজগতে তখন এক দুঃসাহসিক অভিযাত্রী, শ্রীমতি সেন তাঁর সেই দুঃসাহসিকতম ছবির দুর্বার নায়িকা নার্স রাধা মিত্র। ওই একখানা ছবিতে শ্রীমতি সেনের নিজস্ব শিল্প প্রতিভার মান চূড়ান্ত ভাবে যাচাই হয়ে গেল। সেই ছবিতে নায়ক নেই বললেই চলে, সবটুকুই নায়িকা প্রধান। শুরু থেকে পরিণতির সেই মর্মান্তিক মুহূর্ত পর্যন্ত তাঁর অভিনয়ের দীপ্ত ছটায় প্রমথ নাথ বিশীর মতো দর্শকও মন্ত্রমুগ্ধ। ছবি শেষ হতে বেরিয়ে এসে জিজ্ঞাসা করেছিলাম, “কেমন লাগলো”? সদাপ্রসন্ন সুরসিক বিশীদা কোন জবাবই দিলেন না। গাড়িতে উঠে বহুক্ষণ বাদে অনেকটা নিজের মনেই বিড়বিড় করে বললেন,” অদ্ভুত ….. জলে ভেজা একখানা টাটকা জুঁই ফুলের মতোই স্নিগ্ধ অথচ করুন আপনার এই নার্স মিত্র…. মানে সুচিত্রা সেন, বাংলা ছবিতে এমন অভিনয় আর দেখেছি বলে তো মনে পড়ে না।”

#অসিত_সেন:: “দীপ জ্বেলে যাই” এর পরিচালক অসিত সেন বলেছেন,” আজকে যদি একটা “দীপ জ্বেলে যাই” ছবি করতে চাই, সুচিত্রা সেনকে কোথায় পাবো?” অসিত সেন এভাবেই সুচিত্রা সেনের মূল্যায়ন করেন।

#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss