1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

অনিবন্ধিত ভূয়া উন্মোচন টিভির চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমানের বিরোদ্ধে প্রতিনিধি নিয়োগ এর নামে প্রতারনা।

Coder Boss
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

 

স্টাফ রিপোর্টার PID ঢাকা:- নামে বেনামে অন্ধ হয়ে যে যেই নামে পারছেন একটা দুই তিন হাজার টাকায় ওয়েব সাইট কিনে করছেন সাংবাদিকতার নামে করছেন কার্ড দেয়ার নামে চাঁদা বাজি, নতুন প্রজন্ম ভিক্তিক আগ্রহী যারা সাংবাদিকতার পেশাকে সম্মান জানিয়ে সেচ্ছায় যোগ দিচ্ছেন সাংবাদিকতার মতন মহান পেশায় ঠিক তাদের কে টারগেট করে কার্ড দিবে বোম ,নিয়োগ পত্র দিবেন বলে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

এমনি প্রমান মিলেছে হবিগঞ্জ জেলার আবদুল্লাহ্ আল নোমান উন্মোচন টিভির চেয়ারম্যানের বিরোদ্ধে যার মোবাইল নাম্বার ০১৮২২৪৫৪২৩৪, যে প্রতিষ্ঠানের নেই কোন নিবন্ধন এমনকি হেড অফিসের নেই কোন অস্থিত্ব তিনি নিজেও জানে না একটি টিভির লাইন্সেস পেতে কি কি দরকার হয় এইটি কি স্যাটেলাইট টিভি না অনলাইন আইপি টিভি,
২০১৭ সালে সরকারি ভাবে কথা থাকলেও কিছু অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন আইপি টিভির লাইন্সেস দিবে সরকার সে সারকূলারে যে নিয়ম নীতি দেখানো হয়, সে অনুপাতে এই উন্মোচন টিভির চেয়ারম্যান নামক বাটপার যার সাংবাদিকতার নীতি মালা অনুযায়ী তার পড়া শোনা ও তেমন নেই সেই সাথে অভিজ্ঞার বিষয় জানলে তার ও গরমির বাঁধে, এ বিষয় আমরা এক অনুসন্ধান চালালে আগে যোগাযোগ করি তথ্যমন্ত্রনালয় টিভি নিবন্ধন বিভাগে, সেখানে আমরা জানতে পারি যে কোন নিয়ম মতন আবেদন জমা পড়ে নেই বলে নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য কর্মকতা (টিভি নিবন্ধন শাখা )প্রশাসন বিভাগ (১)।

এ বিষয়টি নিয়ে আমরা আরো অনুসন্ধান শুরু করলে বেড় হয়ে আসে এই হবিগঞ্জ জেলার আবদুল্লাহ্ আল নোমান উন্মোচন টিভির চেয়ারম্যানের, সেখানে কেচু খোড়তে সাপ বেড় হয়ে আসার মতন অবস্থা , অনুসন্ধানে বেড়িয়ে আসে এই আবদুল্লাহ্ আল নোমান তিনি সাবেক আওয়ামী লীগের ভূইফোঁড় সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা পরিচয়ে তার নিজের জেলায় অনেক ক্ষমতা দেখিয়ে চলতেন অনেক অভিযোগ পাই যা পূর্বে আমাদের সাথে যোগাযোগ করেন এই উম্মোচন টিভির চেয়ারম্যান কয়েক জন সাংবাদিকের সাথে নিয়োগ দিবেন বলে টাকা নিয়ে প্রতারুনা করেন ঠিক তাদের মতন।

এই ভূয়া প্রতারুক এর বিষয় জানা যায় সাবেক ক্ষমতাশীনদল আওয়ামীলীগ ক্ষমতা হারালে তিনি এই উন্মোচন টিভির পরিচয়ে নিজের পরিচয় তুলে সামনে আসেন, তিনি প্রতিনিধি নিয়োগ দিবেন বলে হাতিয়ে নিচ্ছেন সারা দেশে থেকে লাখ লাখ টাকা ।

এ বিষয় হবিগঞ্জ পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল হক মুন্সী অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে জানালে তিনি এই নামে কোন টিভি বাংলাদেশে নেই তার জানা নেই তবে এই আবদুল্লাহ্ আল নোমান উন্মোচন টিভির চেয়ারম্যান এর বিরোদ্ধে কোন ভুক্তভোগী অভিযোগ করলে তার বিরোদ্ধে দুত ব্যবস্থা নিবেন বলে জানান সাপ্তাহিক অভিযোগ পত্রিকাকে।
বাকী আরো বিষয় এই প্রতারুক হবিগঞ্জ জেলার আবদুল্লাহ্ আল নোমান উন্মোচন টিভির চেয়ারম্যানের নামে অনুসন্ধান চলছে, সেই সাথে নেয়া হবে আইনি ব্যবস্থা, ঠিক তত ক্ষন আমাদের সাথে থাকুন।            সূত্র সময় টিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss