রফিকুল ইসলাম : কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার প্রাণকেন্দ্র কলেজ রোডে অবস্থিত স্বনামধন্য মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ, প্রাইভেট স্কুল ফাউন্ডেশন (পিএসএফ) কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডলের সভাপতিত্বে ও মাহে আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ হোসেন, প্রতিষ্ঠানের পরিচালকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানের বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- শিক্ষার হাত ধরেই একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠে। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিয়মিত পরিমিত পড়াশোনা করতে হবে। ভাল ফলাফলের পাশাপাশি মানবিক মানুষ হতে হবে।
এসময় আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলে সুদক্ষ পরিচালক মন্ডলীর তত্ত্বাবধানে মোট ১৩ জন অভিজ্ঞ শিক্ষক ও প্রায় ২ শত জন ছাত্র/ছাত্রী রয়েছে। প্রাইভেট স্কুল ফাউন্ডেশন পিএসএফ কর্তৃক পরিচালিত বৃত্তি পরীক্ষায় চর রাজিবপুর উপজেলায় মোট শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হয়। তার মধ্যে ৭ জনই মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুল থেকে বৃত্তি পেয়েছেন। মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলে মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫ জন।
আলোচনা সভা শেষে বৃত্তি প্রাপ্ত ও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.