শাকির হায়দার-বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কল্যাণে নানাবিধ জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্প শীতবস্ত্র বিতরণ করেন।
৬ জানুয়ারি, সোমবার পলাশবাড়ি উপজেলার সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে জেলার সুবিধাবঞ্চিত, অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়। এছাড়াও শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তাগণ। বাংলাদেশ সেনাবাহিনীর এরূপ জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণে আনন্দ এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ জনগণ।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.