পরীমনি কখনো ভুলবেন না আবদুল গাফ্ফারকে।
Coder Boss
-
Update Time :
শনিবার, ২১ মে, ২০২২
-
১১৬
Time View
বিশিষ্ট সাংবাদিক,বুদ্ধিজীবী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কলামিষ্ট লেখক আবদুল গাফ্ফার চৌধূরীর মৃত্যুতে মুষড়ে পড়েছেন অভিনেত্রী পরীমনি।তাঁর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে কাঁদছেন এই অভিনেত্রী।দুরদেশে বসেও পরীর দুঃখের দিনগুলোতে পাশে ছিলেন এই কিংবদন্তি।পরীকে নিয়ে ভারতের আনন্দ বাজার পত্রিকায় একটি বিশেষ লেখা লিখেছিলেন আবদুল গাফ্ফার চৌধুরী।পরীমনি যখন মামলা-মোকাদ্দমার কবলে পড়ে আদালতের দরজায় তখন লিখেছিলেন একটি কবিতা।দেশীয় জাতিয় দৈনিকে ছাপা হওয়া কবিতাটির শিরোনাম “পরীমনি” তুমি আমার জন্য কেঁদোনা।কবিতায় পরীমনিকে তুলনা করছেন নিজের মায়ের সঙ্গে। লিখেছেন তোমার চোখের কান্নায় দেখেছি আমার মায়ের চোখের জল। সেই কবিতা পড়ে নতুন করে কাঁদছেন পরী।আবদুল গাফ্ফার চৌধুরীকে স্মরণ করে পরীমনি বলেন, হোয়াটসঅ্যাপে টানা চার মাস প্রায় প্রতিদিন আমার খোঁজ নিয়েছেন।খবরটা শুনার পর চোখটা ভিজে গেছে আমার।কথা ছিল তিনি দেশে আসবেন,আমাদের দেখা হবে।তাঁর অসুস্হতার মধ্যেও আমাকে কল করতেন।তাঁকে কোন দিন ভুলতে পারবোনা আমি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category