ই-প্রেস ক্লাব বানভাসীদের সহায়তায় এগিয়ে এসেছেন।
Coder Boss
-
Update Time :
সোমবার, ২০ জুন, ২০২২
-
৮৮
Time View
- সারা দেশের মানুষ আজ উদ্বিগ্ন।সম্প্রতি সিলেট জেলায় কিছু দিনের ব্যবধানে ২য় বার বন্যায় অসংখ মানুষ ক্ষতিগ্রস্হ।শিশু থেকে বৃদ্ধ এবং পশু-পাখিও নিস্তার পায় নি।বন্যায় ভেসে গেছে,ঘর-বাড়ি,মুল্যবান আসবাব পত্র সহ গৃহ পালিত গবাদিপশু।সবাই জানে সিলেট বাংলাদেশের ২য় লন্ডন।কিন্তু বন্যার কাছে অসহায় হয়ে পড়ে সবাই।শহর,গ্রাম,গজ্ঞ সর্বত্রই চড়া ভাড়ায় বাহক এখন নৌকা।বিশেষ সূত্রে জানা যায় সেখানকার মানুষের অর্থের অভাব নাই,কিন্তু প্রকৃতির কাছে সিলেট বাসি আজ অসহায়।উজানে বন্যার কারনে যে যেখানে আশ্রয় নিয়েছেন সেখান থেকে অর্থ থাকা সত্বেও অন্ততঃ শুকনা খাদ্য সামগ্রী পর্যন্ত সংগ্রহ করতে পারছেনা।তাই বানভাসী অসহায় মানুষের একমাত্র ভরসা অপর প্রান্তের আন্তরিক সহযোগীতা।এক্ষেত্রে অন্যান্য সংস্থার ত্রান বিতরণে আন্তরিকতার সাথে “ই-প্রেস ক্লাব দূর্যোগ ও ত্রান কমিটি’র” মাধ্যমে সবাইকে এগিয়ে আসার আহবান জানান কমিটির সদস্যবৃন্দ্ব।
Please Share This Post in Your Social Media
More News Of This Category