চট্রগ্রাম সিটিকর্পোরেশনের ১২নং ওয়ার্ডের সরাইপাড়া কাউন্সিলর নুরুল আমিনের বাড়িতে পুত্রবধু রেহনুমা ফেরদৌসের(২৫) মরদেহ উদ্ধার করেছে পাহাড়তলী পুলিশ।রেহনুমার মৃত্যুর বিষয়ে শশুর ও বাবার বাড়ি পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়।রেহনুমার বাবা তারেক ইমতিয়াজ দাবি করেন,তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কাউন্সিলর পরিবার।দুপুরেই ময়নাতদন্ত করা হয়।পরে বিকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পুলিশ।সন্ধ্যায় পারিবারিকভাবে মরদেহ দাফন করা হয়।পাহাড়তলী থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান জানান কাউন্সিলর পরিবারের পক্ষ থেকে সংবাদ পেয়ে শনিবার সকালেই পুলিশ ঘটনাস্হলে পৌছে।কেউ অভিযোগ নিয়ে আসলে পরবর্তী আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।
h4tuat