1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল উপদেষ্ঠা ও সমন্বয়ক পরিষদ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Coder Boss
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৪০ Time View

আল্লাহ সর্ব শক্তিমান — আসসালামু ওয়ালাইকুম—
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল উপদেষ্ঠা ও সম্মনয়ক পরিষদ এর পক্ষ থেকে আপনি ও আপনাদের সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
#মূল বিষয়:……….
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ..
জনাব/-
নাম:- সৈয়দ আবু মুসা।পিতাঃ মরহুম সৈয়দ আবদুল অদুদ।
#ঠিকানাঃ উপহার ভবন, শেখ মুজিব রোড,আগ্রাবাদ বা/এ চট্টগ্রাম।

#সাংবাদিকতার পরিচয়ঃ
সম্পাদক ও প্রকাশক এসএম টিভি ২৪ডট কম।(বর্তমান)
#সাবেকঃ
জেলা প্রতিনিধি – সাপ্তাহিক চট্টলা,
সহ সম্পাদক – পাক্ষিক লাবণ্য,
জেলা প্রতিনিধি – জাতীয় সাপ্তাহিক প্রতিবাদ,

#সাংগঠনিক পরিচয় :
আহব্বায়ক – আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা ।
উদ্যোক্তা – ই প্রেস ক্লাব।
তাহার সাংবাদিকতা শুরু প্রায় ৮০’র দশকে। ঐ সব সাবেক। বর্তমানে কেবল প্রকাশক ও সম্পাদক এসএম টিভি২৪.কম।

ইমেইলঃ syedmusa811@gmail.com
মোবাইলঃ 01726-754536/01842-754536

#আপনাকে খুব আনন্দের সাথে জানানো যাইতেছে যে —
” জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল -কেন্দ্রীয় কমিটি – SERVICE.NOPC. রেজিঃ নং এস ০১৩৭/১৯ ….এ
#আপনাকে ( কার্যকরী সহ-সভাপতি ) হিসেবে নির্বাচিত করে দায়িত্ব প্রদান করা হইলো।

#আপনি অঙ্গিকারবদ্ধ থাকিবেন যে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল একটি সম্পূন অ-রাজনৈতিক, বৈষম্যমুক্ত , সেচ্ছাসেবী, ডিজিটাল, ইউনিক, প্লাটফ্রম, যাহা তথ্য প্রযুক্তির যুগে অনলাইন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাওয়ার অঙ্গিকারবদ্ধ গণমাধ্যমের মুখপাত্র প্রতিষ্ঠান।

#আপনি আরো অবগত থাকিবেন যে প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের সকল নিয়মিতকরণ বিধিমালা মানিয়া চলিতে বাধ্য থাকিবেন। কথা থাকে যে আপনি যদি বাংলাদেশের সংবিধান আইন, তথ্যপ্রযুক্তিক ধারা ,সাংবাদিকতার সকল আইন বিরোধী থাকেন তাহলে প্রতিষ্ঠান আপনাকে অব্যহৃতি প্রধান করিতে পারে।

#মুলভিক্তি ও আর্দশ : জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল একটি রাজনীতি মুক্ত সংবাদ মাধ্যমের মূলধারা পন্থি প্রতিষ্ঠান। এখানে সকল প্রকার সংবাদ মাধ্যম, সাংবাদিক, গণ্যমাধ্যম কর্মীদের অগ্রঅধিকার দেয়া হইবে।

#সর্বশেষ জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল এর উপদেষ্ঠা পরিষদ ও সম্মনয়ক পরিষদ বিশ্বাস করে যে গনমাধ্যম কর্মীদের অধিকার আদায়ের লক্ষে সঠিক নিয়ম ধারা মোতাবেক নেতৃত্বদান ও সাংগঠনিক নেতৃত্ব —

#সেই আলোকে গঠনতন্ত্রের নিয়ম মোতাবেক আগামী তিন মাসের ভিতরে আপনি আপনার জেলা কমিটি করে সম্মলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিকে উপহার দিবেন।
#জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল উপদেষ্ঠা ও সম্মনয়ক পরিষদ আপনার মঙ্গল কামনা করে।

নিবেদক-
প্রধান মুখপাত্র
জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল- (কেন্দ্রীয় পরিষদ )

#জাতীয় #প্রেস #কাউন্সিল #সাংবাদিক #কল্যাণ #ট্রাস্ট
#তথ্য #মন্ত্রনালয় #স্বরাষ্টমন্ত্রনালয় #জাতীয় #প্রেস #ক্লাব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss