চিত্রনায়িকা অঞ্জনা রহমান (৭৬) আর নেই। শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাত ১টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অঞ্জনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
রাজধানীর পিজি হাসপাতালে বিগত তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা। জানা যায়, শনিবার সকাল ১১টায় অঞ্জনার নামাজে জানাজা হবে এফডিসিতে।
২৪ ডিসেম্বর নায়িকা অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল। পরে চিকিৎসকরা জানান, তার ব্লাড ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে। এর ফলে হার্ট ও কিডনিতে সমস্যা দেখা দেয়। ফুসফুসে পানি জমেছে। এর মধ্যে স্ট্রোকও হয় একবার।
শুক্রবার বিকেলে অঞ্জনার চিকিৎসার ব্যাপারে তার সন্তান নিশাত মনি জানিয়েছিলেন, পিজিতে সর্বোচ্চ চিকিৎসা চলছে। তবে অবস্থা ভালো না। দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি।
অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন থেকেই পর্দার আড়ালে। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
© All rights reserved © 2025 Coder Boss
Leave a Reply
You must be logged in to post a comment.