1. admin2@dailysmtv24.com : admin :
  2. admin@dailysmtv24.com : admin :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

ফ্রোবেল একাডেমিতে যাত্রা শুরু করলো ‘ক্যাফেইন’ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট

Coder Boss
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ Time View

চট্টগ্রামের ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইনক্লুসিভ স্কুল ‘ফ্রোবেল একাডেমি’তে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কে-বেকারির অঙ্গ প্রতিষ্ঠান ‘ক্যাফেইন’ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। শুক্রবার (৩১ জানুয়ারী) নগরীর কুয়াইশ অনন্যা সড়কের অনন্যা এলাকায় অবস্থিত ফ্রোবেল একাডেমি ক্যাম্পাসে এই প্রিমিয়াম পেস্ট্রি, বেইক প্রোডাক্ট. ইন্টারন্যাশনাল ফুডের ‘ক্যাফেইন’ রেস্টুরেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বর্ণিল আয়োজনে যৌথভাবে ফিতা কেটে ক্যাফেইন-এর উদ্বোধন করেন বাংলাদেশের বৃহদ ইস্পাত শিল্প গ্রুপ বিএসআরএম গ্রুপের পরিচালক হোয়ারা তেহসিন জোহায়ের, মার্ট প্রমোটর্স এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক গুলশানা আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের পরিচালক সাবিন আমের, ফ্রোবেল প্লে স্কুলের হেড অব স্কুল ইশায়া জোহায়ের, মার্ট প্রমোটর্স লিঃ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাখের হোসাইন।
এছাড়া কে বেকারির ব্যবস্থাপক ফয়সাল আহমেদসহ নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত কে বেকারি এবং ক্যাফেইন মার্ট প্রমোটর্স এর অঙ্গ প্রতিষ্ঠান।

মার্ট প্রমোটরস এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাখের হোসাইন জানান, ফ্রোবেল একাডেমি চট্টগ্রামের স্বনামধন্য ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইনক্লুসিভ স্কুল। এই একাডেমির শিক্ষক শিক্ষার্থীদের সুবিধার্থে বিএসআরএম গ্রুপের সার্বিক সহায়তায় প্রিমিয়াম পেস্ট্রি, ফ্রেশ বেইকড প্রোডাক্ট এবং ইন্ডিয়ান,.সাউথ ইন্ডিয়ানসহ আন্তর্জাতিক খাবারের বড় আয়োজন নিয়ে ‘ক্যাফেইন রেস্টুরেন্ট চালু করেছে কে বেকারি। ক্যাফেইন রেস্টুরেন্ট প্রতিটি খাবারের আন্তর্জাতিক মান, স্বাদ ও বিশুদ্ধতা শতভাগ সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কে বেকারি ফুড সেফটির ব্যাপারে কোন ধরনের কম্প্রোমাইজ করেনা। উদ্বোধনের পর সম্মানিত অতিথিরা কে বেকারি ও ক্যাফেইন রেস্টুরেন্টের এর বিভিন্ন স্বাদের খাবার উপভোগ করেন।

খবর বিজ্ঞপ্তির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

© All rights reserved © 2025 Coder Boss

Design & Develop BY Coder Boss