ছোটকাল থেকে এখানে বড় হয়েছি। অলি খাঁ মসজিদ চট্টগ্রামের ঐতিহ্য। এর ঐতিহাসিক পটভূমি রয়েছে। এ মসজিদকে স্মরণীয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ মসজিদ ৮০ থেকে ১০০ বছরের পুরাতন স্থাপনা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চকবাজারে অলি খাঁ মসজিদের মোড়ে ম্যুরাল উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন। তিনি বলেন, অলি খাঁ মসজিদ শুধু চট্টগ্রামের মানুষকে নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আকর্ষণ করে। মানুষ যখনই চট্টগ্রামে আসে তারা এ মসজিদ দেখতে আসেন। আমি মনে করি চকবাজার মোড়ের এ ম্যুরাল মানুষকে আরও বেশি আকৃষ্ট করবে। চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে এটা বিশাল ভূমিকা রাখবে।
Leave a Reply
You must be logged in to post a comment.